রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে ঐক্যবদ্ধ করতে কাজ করছে ইউরোপিয়ান ইউনিয়ন

294

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরে যেতে সারা বিশ্বকে এক করতে কাজ করছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।

সোমবার শেরে বাংলা নগরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেন্সজে তেরিংকের নেতৃত্বে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মুস্তফা কামাল বলেন, ‘আমরা আজ ইইউ প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। ইইউ বিশ্বাস করে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরে যেতে হবে।’

‘জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা বাংলাদেশের জন্য মরাত্মক হুমকি। ভারত, চীনসহ কয়েকটি দেশ কার্বন নিঃস্বরণ করে অথচ এর ভুক্তভোগি বাংলাদেশ। আমাদের এসকল দেশের সাথেও এ বিষয়ে কথা বলতে হবে,’ বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। পদ্মাসেতু, কর্ণফুলি টানেল ও মেট্রোরেলের মতো মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হয়ে গেলে দেশের প্রবৃদ্ধি আরও অনেক বেড়ে যাবে।’

পদ্মা সেতু চালু হলে প্রতি বছর এক শতাংশ প্রবৃদ্ধি বাড়বে, বলেন তিনি। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশ দুই সংখ্যার প্রবৃদ্ধিতে পৌঁছে যাবে।

মুস্তফা কামাল বলেন, সরকার কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছে। সে জন্য প্রযুক্তি-ভিত্তিক শিক্ষার ওপর জোর দেয়া হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.