তিউনিশিয়ার নির্বাসিত স্বৈরশাসক বেন আলীর মৃত্যু

396

আর্ন্তজাতিক ডেস্ক: আফ্রিকার দেশ তিউনিশিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক ও সাবেক প্রেসিডেন্ট জিনে এল আবিদিন বেন আলী মারা গেছেন। সৌদি আরবে নির্বাসিত থাকা অবস্থায় বৃহস্পতিবার মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। খবর রয়টার্সের।

তিউনিশিয়ায় সম্প্রতি অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের কয়েকদিন পরই মারা গেলেন সাবেক এই স্বৈরশাসক।বেন আলীর স্বৈরশাসনের বিরুদ্ধে ২০১১ সালে ব্যাপক গণ-অভ্যুত্থান শুরু হয়। স্বৈরশাসনে অতিষ্ঠ সাধারণ নাগরিকদের গণতান্ত্রিক আন্দোলনের মুখে ওই বছর সৌদি আরবে পালিয়ে যান বেন আলী। তিউনিশিয়ায় শুরু হওয়া এই বিপ্লব পরবর্তীতে ‘আরব বসন্ত’ নামে আরব বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে শুরু হয়; যা আরব দেশগুলোর ক্ষমতাসীন স্বৈরশাসকদের ভীত নাড়িয়ে দেয়।

Leave A Reply

Your email address will not be published.