মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজ আটক

379

ঢাকা: রাজধানীর কলাবাগান এলাকার নিজ বাসা থেকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে র‌্যাব।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর কলাবাগান এলাকার নিজ বাসা থেকে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

র‌্যাব সূত্র জানায়, গোয়েন্দা সূত্রে র‌্যাব জানতে পারে কলাবাগান ক্রীড়াচক্রের ক্লাবে ক্যাসিনো ও জুয়ার আসর চলছিলো। এমন খবরে এখানে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে।

র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহর নেতৃত্বে র‌্যাব ক্লাবটিতে অভিযানের প্রস্তুতি নিয়েছে।

এর আগে কেন্দ্রীয় যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের কার্যালয়ের ভেতর থেকে বিপুল পরিমাণ লাইসেন্সবিহীন অস্ত্র, মাদক, নগদ ১০ কোটি টাকা ও প্রায় ২শ কোটি টাকার এফডিআর চেক উদ্ধার করা হয়। এসময় তাঁকে আটক করা হয়।

প্রসঙ্গত, গত বুধবার বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ক্যাসিনোতে হানা দিয়েছে র‌্যাব। এই ক্রীড়া চক্রটির পরিচালক হিসেবে কাজ করছেন মুক্তিযোদ্ধা আলী আহম্মদ।

Leave A Reply

Your email address will not be published.