রাতারাতি গায়েব হয়ে যাচ্ছে জুয়ার আসর পরিচালনায় জড়িত প্রভাবশালীরা!

478

ঢাকা: ঢাকায় অভিযানের খবর শুনে রাতারাতি গায়েব হয়ে গেছে জুয়ার আসর পরিচালনায় জড়িত প্রভাবশালীরা। আইন শৃংখলা বাহিনীর একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ঢাকা ও চট্টগ্রামের অভিজাত ক্লাবগুলোতেও অভিযান চালানো হতে পারে এ আশঙ্কায় অধিকাংশ ক্লাবের কাযক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। শুধু তাই নয় একসময়ের প্রভাবশালীরা এখন নিজেদের বাসাকেও নিরাপদ মনে করছেন না।

ঢাকায় যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার নিয়ন্ত্রণাধীন ইয়াং মেন্স ক্লাব সহ কয়েকটি ক্যাসিনোতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর চট্টগ্রামে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী।

ইতোমধ্যে কোতোয়ালী থানাধীন নন্দনকানন বোস ব্রাদার্সের পাশে পুলিশ প্লাজায় অবস্থিত একটি ক্যাসিনো এবং অক্সিজেন এলাকার একটি ক্লাবে জুয়ার আসর বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া মোহামেডান ক্লাবে বন্ধ রাখা হয়েছে জুয়া খেলা, তালা ঝুলছে অন্যান্য ক্লাবগুলোতেও। এখন জুয়াড়িরা আছে আতঙ্কে।

সমাজবিজ্ঞানীরা বলছেন, জুয়ার কারণে পরিবারে অশান্তি ও বিচ্ছেদের মতো ঘটনা ঘটছে। অনেকে জুয়া খেলাকে পেশায় পরিণত করেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান বাংলানিউজকে বলেন, অনুমোদিত এবং অনুমোদনহীন সবগুলো বার ও ক্লাবে জুয়ার আসর বন্ধে অভিযান শুরু হয়েছে। এর নেপথ্যে যত বড় প্রভাবশালী থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। চট্টগ্রামে এধরনের বাণিজ্যিক কার্যক্রম চালাতে দেওয়া হবে না।

Leave A Reply

Your email address will not be published.