যুবলীগ নেতা শামীমের ব্যবসায়ীক কার্যালয়ে র‌্যাবের অভিযান, আটক ৭

344

ঢাকা: রাজধানীর ক্যাসিনো সাম্রাজ্যে আঘাত হেনে চলেছে আইনশৃঙ্খলা বাহিনী। ‘ক্যাসিনো সম্রাট’ খ্যাত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটসহ তার সাঙ্গোপাঙ্গরা এখন খাদের কিনারে। কেউ ধরা পড়েছে, কেউ আটকের অপেক্ষায়।

ক্যাসিনো ব্যবসায়ী প্রভাবশালী যুবলীগ নেতা খালেদ মাহমুদকে গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় গুলশান-২–এর নিজ বাসা থেকে গ্রেফতার করে র‌্যাব। ওইদিনই মিডিয়ার মাধ্যমে র‌্যাব জানিয়ে দেয়, অপরাধী যে দলেরই হোক না কেন? যত প্রভাবশালী হোক না কেন? তাকে আইনের আওতায় আনা হবে।

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার শুক্রবার দুপুরে নিকেতনে প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের ব্যবসায়ীক কার্যালয় ঘিরে রেখেছে র‌্যাব। সেখানে অভিযান চালানো হচ্ছে। এসময় ৭ জনকে আটক করতে দেখা যায়।

তবে এখনও পর্যন্ত অভিযানের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি না র‌্যাব।

Leave A Reply

Your email address will not be published.