আরো দুটি জুয়ার আসরে র‌্যাবের অভিযান, আটক ৩৯

336

ঢাকা: রাজধানীজুড়ে জুয়া বিরোধী অভিযান শুরু করেছে র‌্যাব। আজ বুধবার বিকেল থেকে চলা এ অভিযানে মতিঝিল ফকিরাপুলের দুটি অবৈধ ক্যাসিনোতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক লোক আটক, জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

অপরদিকে রাতে নগরের বনানী এলাকার আহমেদ টাওয়ারে ‘গোল্ডেন ঢাকা ক্যাসিনো’ নামের একটি জুয়ার আসরে হানা দেয় র‌্যাব-১। একই সময়ে গুলিস্তানের পীর ইয়ামিনি মার্কেট (আওয়ামী লীগ কার্যালয়ের বিপরীতে) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ক্লাবের আড়ালে চলা জুয়ার আসরে অভিযান চালায় র‌্যাব-৩।

র‌্যাব-৩ সূত্র জানায়, ক্রীড়া চক্র ক্লাব থেকে ৭টা ক্যাসিনো বোর্ড (৫টি সাধারণ ও ২টি ভিআইপি), নগদ তিন লাখ ৫৪ হাজার টাকা, একটি কষ্টি পাথরের মুর্তি, মদ, বিয়ার, জব্দ এবং ৩৯জনকে আটক করা হয়। জুয়ার আসরটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ক্লাবের পরিচালক আলী আহমেদ।

Leave A Reply

Your email address will not be published.