নিউ ইয়র্কে ‘ভ্যাকসিন হিরো’ সম্মামনা পাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ঢাকা: সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননা প্রদান করার আগ্রহ প্রকাশ করেছে গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাকসিন্যাশন ইম্যুইনাইজেশন (জিএভিআই)। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
মোমেন বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে শনিবার (২১ সেপ্টেম্বর) নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বাংলাদেশের পক্ষে তিনি বক্তব্য রাখবেন। বরাবরের মতো এবারও তিনি বাংলায় বক্তব্য রাখবেন।
প্রসঙ্গত, বর্তমানে জিএভিআই দ্য ভ্যাকসিন এলায়েন্স নামে পরিচিত।