গণমানুষের সমর্থন নিয়ে উন্নত বাংলাদেশ গড়বে জাপা : জিএম কাদের

232

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের মঙ্গলবার বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক শূন্যতায় গণমানুষের আস্থার স্থান জাতীয় পার্টি। জাতীয় পার্টি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে এবং গণমানুষের সমর্থন নিয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। খবর ইউএনবি’র।

দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে গুলশান-বনানী ও মহাখালী এলাকার শতাধিক বিএনপি নেতা জিএম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান যোগ দেয়া নেতৃবৃন্দকে স্বাগত জানান।

জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন গরীব-দুখী মানুষের অকৃত্রিম বন্ধু। অসহায় ও দুস্থ মানুষের স্বার্থে আজীবন নিবেদিত ছিলেন পল্লীবন্ধু। আমরা পল্লীবন্ধুর আদর্শ ও কর্মসূচি বাস্তবায়ন করতে এগিয়ে চলছি। আপনারা আমাদের সাথে থেকে হুসেইন মুহম্মদ এরশাদের যোগ্য অনুসারী হিসেবে নিজেদের প্রমাণ করবেন।’

বনানী থানা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন সরদার, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক কামাল হোসেন, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান রাজু, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, গুলশান থানা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, বনানী থানা বিএনপির সাবেক সহ সম্পাদক মতিউর রহমান উজ্জল, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সদস্য নিয়ামুল ইসলাম মাসুদসহ শতাধিক বিএনপি নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, সুলতান আহমেদ সেলিম, যুগ্ম দপ্তর সম্পাদক এম.এ. রাজ্জাক খান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.