প্রধানমন্ত্রীর স্নেহের আঁচলে ঠাঁই চাইলেন রাব্বানী

301

ঢাকা: কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহের আঁচলে ঠাঁই চাইলেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) গোলাম রাব্বানী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে দেওয়া এক পোস্টে এভাবে ক্ষমা প্রার্থনা করেন।

ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ফেসবুক পোস্ট:

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘মমতাময়ী নেত্রী, আপনার মনে কষ্ট দিয়েছি, আমি অনুতপ্ত, ক্ষমাপ্রার্থী। মানুষ মাত্রই ভুল হয়। আমিও ভুলত্রুটির ঊর্ধ্বে নই। তবে বুকে হাত দিয়ে বলতে পারি, স্বেচ্ছায়-স্বজ্ঞানে আবেগ-ভালোবাসার এই প্রাণের সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী ‘গর্হিত কোন আপরাধ’ করিনি। আনীত অভিযোগ কতটা ষড়যন্ত্রমূলক আর অতিরঞ্জিত, সময় ঠিক বলে দেবে।

প্রাণপ্রিয় আপা, আপনি আদর্শিক পিতা বঙ্গবন্ধু মুজিবের সুযোগ্য কন্যা, ১৮ কোটি মানুষের আশার বাতিঘর। আপনার দিগন্ত বিস্তৃত স্নেহের আঁচল, এক কোণে যেন ঠাঁই পাই। আপনার ক্ষমা এবং বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বাকিটা জীবন চলতে চাই।

এছাড়া তিনি ছাত্রলীগের কর্মীদের কাছেও ক্ষমা চান। রাব্বানী লেখেন, ‘প্রিয় অগ্রজ ও অনুজ, আপনাদের প্রত্যাশা-প্রাপ্তির পুরো মেলবন্ধন ঘটাতে পারিনি বলে আপনাদের কাছেও ক্ষমাপ্রার্থী’।

শনিবার (১৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চলমান সভায় রেজওয়ানুল হক চৌধুরী ও গোলাম রাব্বানীকে ছাত্রলীগের পদ থেকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে পদচ্যুত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.