প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলে অপরাধ করে কেউ পার পায় না: সেতুমন্ত্রী

340

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন,শেখ হাসিনার দলে অপরাধ করে কেউ পার পায় না, তাকে অবশ্যই শাস্তি পেতে হয়।

তিনি আরও বলেন, সৎ সাহাসী ও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, তার আর্দশ ও কর্ম থেকে দলের নেতা কর্মীদের শিক্ষা নিতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগের মিলাদ মাহফিল ও আলোচনা সভায় একথা বলেন।

বিএনপি নেতিবাচক রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার দলে কেউ অপরাধ করে পার পায় না। তাকে শাস্তি পেতে হয়। জনগণের ক্ষমতায়নে শেখ হাসিনার ভূমিকা ইতিহাসে লেখা থাকবে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রীর মতো সৎ ও সাহসী হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

ছাত্রদলের সম্মেলন না হওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নিজেরা নিজেদের বিরুদ্ধে মামলা করে সম্মেলন পণ্ড হয়েছে। আওয়ামী লীগের এখানে দোষ কী? বিএনপির সংকট তাদের নিজেদের সংকট।

Leave A Reply

Your email address will not be published.