জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী

265

ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্কে পৌঁছানোর কথা জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। এটি হবে তাঁর ১৬তম ভাষণ এবং যথারীতি বাংলায় তা উপস্থাপন করবেন।

এর পরদিন ২৮ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলিত হবেন গণমাধ্যম কর্মীদের সাথে। এ দিন দুপুরে টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুইস হোটেলের বলরুমে নাগরিক সংবর্ধনা সমাবেশে ভাষণ দেয়ার কথা প্রধানমন্ত্রীর।

আগামী ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭৩তম জন্মদিন, সে আলোকেই সবকিছু সাজানো হচ্ছে বলে জানান সংবর্ধনা সমাবেশের আয়োজকরা।

জাতিসংঘে সমস্ত কার্যক্রমের সমন্বয় ঘটাবে বাংলাদেশ মিশন। রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের নেতৃত্বে এ নিয়ে সকলেই ব্যস্ত। এছাড়াও ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা বাহিনীর লোকজন আগেই যাওয়ার কথা। পররাষ্ট্রমন্ত্রীও যথারীতি আগেই নিউইয়র্কে গিয়ে সমস্ত কর্মসূচি নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে জানা গেছে।

বেশ ক’টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের প্রধানদের সাথে শেখ হাসিনার বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেগুলো জাতিসংঘ এবং শেখ হাসিনার হোটেল কক্ষে হতে পারে। সফরসঙ্গীর অধিকাংশই গ্র্যান্ড হায়াতে উঠলেও প্রধানমন্ত্রীসহ তার ঘনিষ্ঠ কর্মকর্তারা থাকবেন হোটেল প্যালেসে। সেই হোটেলে প্রেসিডেন্ট ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ বেশ ক’টি দেশের প্রেসিডেন্ট/প্রধানমন্ত্রীরা বৈঠকে মিলিত হবেন।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে জেএফকে এয়ারপোর্টে বিপুলভাবে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.