‘দেশ চালানোর টাকা নেই, তাই বিভিন্ন উপায়ে ভ্যাট নিচ্ছে সরকার’

298

ঢাকা: দেশ চালানোর মতো টাকা সরকারের হাতে নেই বলেই বিভিন্ন উপায়ে ভ্যাট সম্প্রসারণের চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, সরকারের হাতে দেশ চালানোর টাকা নেই। নানাভাবে ভ্যাট সম্প্রসারণ করে জনগণের ওপর নির্যাতন করেও রাজস্ব বাড়াতে পারছে না সরকার। নিজস্ব লাভের জন্য বড় বড় মেগা প্রজেক্ট করে সরকার এখন আটকে গেছে। তাই এখন হাত বাড়িয়েছে আধা সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের টাকার দিকে।

শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বাধীনতা ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজ দেশের অর্থনীতির অবস্থা বিধ্বস্ত, ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। কোনো কিছুতে এই সরকারের নিয়ন্ত্রণ নেই। অর্থনীতি, আইনের শাসন, বিভিন্ন প্রকল্প— কোনো খাতেই নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ থাকলে বালিশ-পর্দার মতো দুর্নীতি কখনো হতে পারত না। আর এই দুর্নীতির পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) বলেছেন, বালিশ-পর্দা কেনার দুর্নীতি ছিঁচকে কাজ। এ কথার মাধ্যমে তিনি স্বীকার করেছেন, এর থেকে বড় বড় দুর্নীতিও সরকার করছে।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ছাত্রদলের কাউন্সিল গণভবণ বা লন্ডন থেকে ঘোষণার বিষয় নয়, এটা বিএনপির পল্টন বা গুলশান থেকে ঘোষণার বিষয় নয়। এটাও সরকারের সহ্য হলো না। আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া, ইঙ্গিত ছাড়া, নির্দেশ ছাড়া নিম্ন আদালতের কোনো আদেশ পালিত হয় না। বিরোধী দলগুলোর বিষয়ে তারা কোনো আদেশও দেয় না।

এসময় আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ওলামা দলের সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হকসহ অন্যরা।

Leave A Reply

Your email address will not be published.