মহিলা দলের নেত্রী রাজিয়ার জামিন নামঞ্জুর

318

ঢাকা: বিস্ফোরক মামলায় ঢাকা মহানগর দক্ষিণের জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রাজিয়া আলীমের জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন।

ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলামের আদালতে রাজিয়ার জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। গত বুধবার রাজিয়াকে আদালতে হাজির করে বংশাল থানা পুলিশ। তার জামিনের আবেদন করা হলে ওইদিন মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল জামিন আবেদন শুনানির জন্য আজ দিন ধার্য করেন।

এর আগে বুধবার পুরান ঢাকার নয়াবাজারের বাগডাসা লেনের বাসা থেকে বংশাল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে রাজিয়ার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা হয়। চলতি বছরের জুন মাসে তার বিরুদ্ধে এই মামলায় চার্জশিট দেয় পুলিশ। চার্জশিট তিনি এই মামলায় পলাতক থাকায় তাকে পুলিশ গ্রেপ্তার করে।

Leave A Reply

Your email address will not be published.