রবিবার থেকে বিদ্রোহীদের শোকজ চিঠি দেবে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

347

ঢাকা: উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও তাদের মদদদাতাদের কারণ দর্শানো (শোকজ) চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার থেকে তাদের শোকজের চিঠি পাঠানো হবে।

আজ শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ কথা বলেন ওবায়দুল কাদের। এর মধ্যে মদদদাতা হিসেবে এমপি-মন্ত্রীরাও থাকতে পারেন বলেও তিনি জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবং তাদের যারা মদদ দিয়েছিলেন তাদের শোকজ দেওয়ার সিদ্ধান্ত ঠিক আছে।

আগামী রবিবার থেকে তাদের শোকজের চিঠি পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, তারা তিন সপ্তাহ সময় পাবেন শোকজের জবাব দেওয়ার জন্য।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রায় দেড়শ’র মত বিদ্রোহী ও মদদদাতাকে শোকজ দেওয়া হবে। এর মধ্যে মদদদাতার সংখ্যা অর্ধেক হতে পারে।

Leave A Reply

Your email address will not be published.