১০ লাখ টাকা ছিনতাইকালে ধরা পড়া সেই পুলিশ কনস্টেবল মামুন (ভিডিওসহ)

325

ঢাকা: রাজধানীর মতিঝিলে এক ব্যাবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাইচেষ্টা করে হাতেনাতে ধরা পড়েন পুলিশ কনস্টেবল আল মামুন। পরে ‘পাওনা টাকার নাটক’ সাজান তিনি। তার দাবি, ভুক্তভোগী ব্যবসায়ী আবুল কালাম আজাদ তার ঘনিষ্ঠ। তারই আরেক বন্ধু তার কাছে টাকা পায়। সেই টাকা ছিনিয়ে নিতে চাইলে মামুন প্রতিহত করেন। সেই ঘটনার সময় ধরা পড়া মামুনের ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে। 

তবে পুলিশের প্রাথমিক তদন্তেই ধরা পড়ে, মামুন মিথ্যা গল্প সাজিয়েছেন। গত ৪ সেপ্টেম্বর বুধবার অর্থাৎ ঘটনার দিন রাতেই মামুন ও তার সহযোগী জিতুর নাম উল্লেখ করে মতিঝিল থানায় তিনজনের নামে মামলা করেন ব্যবসায়ী আবুল কালাম আজাদ। সাময়িক বরখাস্ত করে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর পর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার মামুনকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনির হোসেন মোল্লা জানান, টাকা ছিনতাইয়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবল মামুন পাওনা টাকা তুলে দেওয়ার কথা বললেও প্রাথমিক তদন্তে এর কোনো সত্যতা মেলেনি। মামুন, জিতুসহ মোট তিনজন ছিনতাইয়ে অংশ নেন। বাধা দিলে পুলিশের হাতকড়া দিয়ে বাদীর মাথায় আঘাত করেন তারা।

Leave A Reply

Your email address will not be published.