ক্ষমা চাইলেন বঙ্গবন্ধুর খু’নিদের জন্য জান্নাত কামনা করা সেই মহিলা লীগ নেত্রী

292

ঢাকা: জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের জন্য জান্নাত কামনা করে মোনাজাত করা সেই গাজীপুর মহানগর মহিলা লীগ নেত্রী ক্ষমা চেয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) পূবাইল মিরেরবাজার নিজ অফিসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।

শুক্রবার বঙ্গতাজ অডিটরিয়ামে মহানগর মহিলা লীগ আয়োজিত অনুষ্ঠানে এ মোনাজাত পরিচালনার সময় তিনি বলেছিলেন, আল্লাহ বঙ্গবন্ধুকে যারা পরিবারসহ নির্মমভাবে হ’ত্যা করেছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসীব করে দিও। এ মোনাজাতটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এ মোনাজাত নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওটি দেখে অনেকেই ফেসবুকে নানা মন্তব্য করছেন।

জোসনা বেগম মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর।

Leave A Reply

Your email address will not be published.