বিএনপির ৮ নেতার আত্মসমর্পণ, জামিন আবেদন

308

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৮ শীর্ষ নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। হাতিরঝিল থানা পুলিশের দায়ের করা মামলায় আজ তাঁরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেন।

আজ সোমবার সকালে মির্জা ফখরুলসহ অন্যরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। যার প্রেক্ষিতে আদালত তাদের বিরুদ্ধে দায়ের করা এই মামলার শুনানির সময় ধার্য করেন।

ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনসারী জানিয়েছেন শুনানি শেষে রায় দেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.