ফিরতি ১৬৯ ফ্লাইটে দেশে ফিরেছেন ৬১৭৮৭ হাজি
ঢাকা: সৌদি আরবে হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬১ হাজার ৭৮৭ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৭টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৯২টিসহ মোট ১৬৯টি ফ্লাইটে হাজিরা দেশে ফেরেন।
এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনে সৌদি আরব যান।
গত ১০ আগস্ট হজ পালন শেষে গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব হাজিদের দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে।