সৌদি আরবে আরো চার হাজির মৃত্যু

423

নিউজ ডেস্ক: চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরো চারজনের মৃত্যু হয়েছে। হজ পালনের পর গতকাল মঙ্গলবার তাঁদের মৃত্যু হয়।

ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে মক্কা থেকে প্রকাশিত হজ ম্যানেজমেন্ট সেন্টার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট ৬৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬১ জন পুরুষ ও ৮ জন নারী। তাঁদের মধ্যে মক্কায় ৬২ জন, মদিনায় ৬ জন এবং ১ জন জেদ্দায় মারা যান।

গতকাল মঙ্গলবার পঞ্চগড়ের তেঁতুলিয়া শালবন গ্রামের মোহাম্মদ লুৎফর রহমান (৬৬) মারা যান। একই দিনে মারা গেছেন হবিগঞ্জ জেলার বানিয়াচং থানা বানিয়াচং উত্তর-পশ্চিম গ্রামের শেখ তায়েব আলী (৭৯)।  এছাড়া যশোর জেলার শার্শা থানার গ্রামের গ্রামের মোহাম্মদ সফেদ আলী (৮২) এবং দিনাজপুর সদরের মুদিপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রুস্তম আলী (৬৮) মারা যান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট শুরু হবে আগামী শনিবার, যা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

Leave A Reply

Your email address will not be published.