ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিচ্ছেন নগরবাসী

389

ঢাকা: ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিচ্ছেন নগরবাসী। ইসলামের বিধান অনুযায়ী ঈদের পর আরো তিনদিন কোরবানি দেয়ার নিয়ম রয়েছে।

মঙ্গলবার রাজধানীর মিরপুর, তেজগাঁও, ধানমণ্ডি, মগবাজার, মালিবাগ, চকবাজার, বকশিবাজার এলাকার অলিতেগলিতে কোরবানির চিত্র চোখে পড়ে। তবে ঈদের দিনের তুলনায় এর সংখ্যা কম। ঈদের দিনের বাড়তি চাপ ও কসাইয়ের সংকট থাকে। এছাড়া দ্বিতীয় দিনে আত্মীয়-স্বজন অনেকেই আসেন। যারা একাধিক গরু কোরবানি দেন তাদেরও অনেকেই ঈদের দিনের পাশাপাশি পরের দিনও পশু জবাই করেন।

এদিকে ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার যারা পশু কোরবানি দিচ্ছেন তাদের বর্জ্য অপসারণে সকাল থেকেই কাজ শুরু করেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তবে অনেক বাসিন্দাকেই নিজ দায়িত্বে বর্জ্য অপসারণ করতে দেখা গেছে।

Leave A Reply

Your email address will not be published.