কতটা ভয়ঙ্কর, চিন্তাও করা যায় না (ভিডিওসহ)
ঢাকা: বদ্ধ একটি ঘরের মধ্যে মেঝেতে পাতা বিছানায় বসে আছেন কিছু বয়োঃবৃদ্ধ মানুষ। তারা সবাই হজযাত্রী। আসন্ন পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে তারা রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের পুরুষ ডরমিটারিতে অবস্থান নিয়েছেন। তাদের কারও আছে শ্বাসকষ্টের সমস্যা; আছে নানান রোগ। এর মাঝেই ঘটল অবিশ্বাস্য কাণ্ড!
মশা মারার ওষুধ ছিটানোর মেশিন নিয়ে প্রবেশ করল সিটি কর্পোরেশনের এক কর্মচারী। কোনো ভূমিকা ছাড়াই সে মেঝেতে বসে/শুয়ে থাকা মানুষগুলোর ওপর স্প্রে করতে শুরু করল। মেশিন থেকে বের হওয়া ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ল পুরো ঘর! মেঝেতে থাকা মানুষগুলো নাক-চোখ চেপে ধরে বাঁচার চেষ্টা করল এই ধোঁয়া থেকে। তবুও কি বাঁচা যায়?
দেশব্যাপী ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের মাঝে রাজধানীর পরিস্থিতি ভয়াবহ। বেসরকারি হাসপাতালে নতুন রোগী ভর্তির সিট পাওয়া যাচ্ছে না। সরকারী হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। এমতাবস্থায় প্রয়োজন সঠিক ওষুধ প্রয়োগ করে ঝোপঝাড়, ফুলের টব কিংবা বাসাবাড়িতে জন্ম নেওয়া এডিস মশার লার্ভা এবং মশা ধ্বংস করা।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি গতকাল শনিবারের বলা হচ্ছে। দিন-তারিখ যাই হোক, ঘটনা যে ভয়াবহ তা বলে দিতে হয় না। সম্প্রতি পরিস্কার রাস্তায় ঝাড়ু আর স্প্রে মেশিন হাতে ফটোসেশন করতে দেখা গেছে দেশের অভিনয়শিল্পীদের। এবার দেখা গেল মশার উৎসস্থল ধ্বংস না করে বয়োঃবৃদ্ধ অসুস্থ কিছু মানুষের ওপর মশার স্প্রে দেওয়ার দৃশ্য! এ কোন তরিকা মশা মারারা?