বৃহস্পতিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

372

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে দীর্ঘ সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক শনিবার রাতে এই তথ্য জানান।

তিনি একটি সংবাদমাধ্যমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারি সফর ও নিজের চোখের চিকিৎসা শেষে ৭ তারিখ রাতে দেশের উদ্দেশে রওনা হয়ে ৮ তারিখে (বৃহস্পতিবার) দেশে পৌঁছাবেন বলে আমরা জেনেছি।”

গত ১৯ জুলাই সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এই সফরে তিনি ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে লন্ডনে আয়োজিত এক সম্মেলনে যোগ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসাও করিয়েছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.