আবার পেছাল আসিফের মামলার প্রতিবেদন দাখিল

341

ঢাকা: তথ্যপ্রযুক্তি আইন ও প্রতারণার অভিযোগে কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই তারিখ ধার্য করেন। আজ মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় মহানগর হাকিম তোফাজ্জল হোসেন নতুন তারিখ ধার্য করেন।

শফিক তুহিন নামে একজন গীতিকার ও সুরকার এই মামলার বাদী। তিনি এজাহারে অভিযোগ করেন, গত বছর ১ জুন আনুমানিক রাত ৯টার দিকে চ্যানেল ২৪ এর সার্চ লাইট নামের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি জানতে পারেন, আসিফ আকবর অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছেন। পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন, আসিফ আকবর আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে অন মোবাইল প্রাইভেট লি. কনটেন্ট প্রভাইডার, নেক্সনেট লিমিটেড, গাক মিডিয়া বাংলাদেশ লি. ও অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ট্রু-টিউন, ওয়াপ-২, রিংটোন, পিআরবিটি, ফুলট্রাক, ওয়াল পেপার, অ্যানিমেশন, থ্রি-জি কন্টেন্ট ইত্যাদি হিসেবে বাণিজ্যিক ব্যবহার করে অসাধুভাবে ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। এ ঘটনা জানার পর বাদী অভিযোগ করলে আসিফ ফেসবুক লাইভে এসে বাদীর বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা-বানোয়াট বক্তব্য দেন। ভিডিওতে আসিফ আকবর তাকে (শফিক তুহিন) শায়েস্তা করবেন এ কথা বলার পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে বলেন, তাকে যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করবেন। এই নির্দেশনা পেয়ে আসিফ আকবরের ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হত্যার হুমকে দেয়।

ঘটনায় পরদিন দায়ের করা মামলায় আসিফকে গত বছর ৫ জুন গ্রেপ্তার করা হয়। ৬ জুন তাকে কারাগারে পাঠানো হয়। তিন দিন পর তিনি জামিন পান।

Leave A Reply

Your email address will not be published.