এরশাদের রক্তে ইনফেকশন, এখনই বিদেশে নেয়া সম্ভব নয়
নিউজ ডেস্ক: রক্তের হিমোগ্লোবিন ও লিভারের সমস্যায় দীর্ঘদিন ধরেই অসুস্থ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রক্তে ইনফেকশন দেখা গেছে। এর চিকিৎসায় অ্যান্টিবায়োটিক দেওয়া সম্ভব হচ্ছে না। তার বর্তমান যে শারীরিক অবস্থা রয়েছে, তাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়াও সম্ভব নয়।
বুধবার (২৬ জুন) রাতে জাতীয় পার্টির কয়েকজন নেতা একটি গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকাল ৮টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। গত কয়েকদিনের টানা জ্বর নিউমোনিয়ায় রূপ নেওয়ায় এদিন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।
জাতীয় পার্টির নেতাকর্মীরা বলেন, শারীরিক সমস্যার কারণে প্রতিদিনই সিএমএইচে স্বাস্থ্য পরীক্ষা করান এরশাদ। স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় চলে আসেন তিনি। তবে বুধবার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার এখনো উন্নতি হয়নি। তাকে রক্ত দেওয়া হয়েছে। তবে রক্তের ইনফেশনের চিকিৎসায় যে অ্যান্টিবায়োটিক দেওয়া প্রয়োজন, তা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।