‘ইরানে হামলার জন্য ইরাকি ভূখণ্ড ব্যবহার করতে দেব না’

306

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের ওপর মার্কিন সামরিক আগ্রাসনের জন্য কোনো অবস্থাতেই ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহ।

মঙ্গলবার লন্ডনে সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। তিনি বলেন, ইরাকে মার্কিন সেনাদের আমন্ত্রণ জানানো হয়েছে কেবলমাত্র উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য; অন্য কোনো কাজে নয়।   গত ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের ওপর নজরদারির জন্য ইরাকে মার্কিন সেনা মোতায়েন রাখা হয়েছে। এ সম্পর্কে ইরাকের বক্তব্য কী- এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেন, বিষয়টি আমরা আগেই পরিষ্কার করেছি। তখনো আমরা বলেছি যে, একমাত্র দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করার জন্য মার্কিন সেনা আনা হয়েছে।

তিনি বলেন, আমরা চাই না আমাদের ভূখণ্ড ইরানসহ কোনো প্রতিবেশীর বিরুদ্ধে কেউ ব্যবহার করুক। এটি অবশ্যই ইরাক ও আমেরিকার মধ্যকার চুক্তির অংশ নয়।

Leave A Reply

Your email address will not be published.