ধর্ষণের অভিযোগ অস্বীকার করে ট্রাম্প বললেন, ‘তিনি আমার পছন্দের নন’

300

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একজন নারী কলামিস্ট প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ১৯৯০-এর দশকে তাকে ধর্ষণের যে অভিযোগ করেছেন ট্রাম্প তা আবারও অস্বীকার করে বলেছেন, ‘তিনি আমার পছন্দের নন।’

ই. জিন ক্যারল নামের ওই নারী সম্প্রতি অভিযোগ করেছেন যে ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরে তার ওপর যৌন হামলা চালিয়েছিলেন। কিন্তু ট্রাম্প বলছেন, মিজ ক্যারল ‘সম্পূর্ণ মিথ্যা’ কথা বলছেন।’অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি বলবো: প্রথমত, তাকে আমার পছন্দ নয়। দ্বিতীয়ত, এ রকম কখনো ঘটেনি। এটা কখনো হয়নি, ঠিক আছে?’

নিউইয়র্ক থেকে প্রকাশিত দ্য হিল নামের একটি সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।

‘তিনি আমার পছন্দের নন’- প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের পর ই জিন ক্যারল সিএনএনকে বলেছেন, ‘আমি যে তার পছন্দের নই এতে আমি খুশি।’

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৬ সালে আরও একজন অভিযোগকারীর বিষয়েও একই ধরনের মন্তব্য করেছিলেন।

জেসিকা লিডস নামের এক নারী অভিযোগ করেছিলেন যে ট্রাম্প ১৯৮০-এর দশকে বিমানে তার গায়ে হাত দিয়েছিলেন।

এই অভিযোগের জবাবে ট্রাম্প এক সমাবেশে বলেছিলেন, ‘তিনি আমার প্রথম পছন্দ হবেন না।’

এনিয়ে ই জিন ক্যারলসহ মোট ১৬ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন। ট্রাম্প অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন।

কী অভিযোগ করছেন ক্যারল?
পঁচাত্তর বছর বয়সী মিজ ক্যারল গত শুক্রবার দ্য ওয়াল ম্যাগাজিনের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন।

পরে সিএনএন এবং এমএসএনবিসিকে দেয়া সাক্ষাৎকারেও তিনি বলেছেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার কথাও বিবেচনা করছেন।

ই জিন ক্যারল বলছেন, নিউইয়র্কের ম্যানহাটনে বার্গডর্ফ গুডম্যান নামের একটি অভিজাত পোশাকের দোকানে কেনাকাটা করার সময় ১৯৯৫ সালের শেষের দিকে কিম্বা ১৯৯৬ সালের শুরুতে তাদের দেখা হয়েছিল।

টেলিভিশনে অ্যাপ্রেন্টিস অনুষ্ঠানের জন্যে সে সময় খুবই পরিচিত হয়ে উঠেছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রোপার্টি ব্যবসা থেকে প্রচুর অর্থ-বিত্তেরও মালিক হয়েছিলেন তিনি। ফলে অনেকেই তাকে চিনতো।

ক্যারল বলছেন, ওই দোকানে ট্রাম্প একজন নারীর জন্য পোশাক কেনার ব্যাপারে তার কাছে পরামর্শ চেয়ে কৌতুক করে বলেছিলেন যে তিনি ওই পোশাকটি পরে তাকে দেখাতে পারেন কিনা।

পরে ট্রায়াল রুমে ট্রাম্প তাকে একটি দেয়ালের সঙ্গে চেপে ধরে তাকে ধর্ষণ করেছেন বলেও তিনি অভিযোগ করেন।

কী বলছেন ট্রাম্প?
হোয়াইট হাউজে সোমবার দ্য হিল সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প তার বিরুদ্ধে আনা ক্যারলের অভিযোগ অস্বীকার করেছেন।

ক্যারলের প্রকাশিতব্য একটি বই-এ এসব অভিযোগের ব্যাপারে বিস্তারিত লেখা হয়েছে বলে বলা হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প এও বলেছেন যে তিনি ক্যারলকে চেনেন না। কিন্তু নিউইয়র্কের ওই ম্যাগাজিনে তার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ছবিও ছাপা হয়েছে।

‘কোন মানুষ যে এমন বক্তব্য দিতে পারে সেটা ভয়ঙ্কর,’ বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এর আগেও ট্রাম্প বলেছেন যে ক্যারল তার “বই বিক্রি করার জন্য এসব ফেক নিউজ বা ভুয়া খবর লিখেছেন।’ সূত্র: বিবিসি বাংলা

Leave A Reply

Your email address will not be published.