গ্রাহকের সঙ্গে আবারও আড়ং-এর প্রতারণা, ৫০ হাজার টাকা জরিমানা

257

ঢাকা: প্রতারণার অভিযোগে মাত্র ২১ দিনের ব্যবধানে আবারও আড়ংকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

গতকাল মঙ্গলবার (২৫ জুন) শুনানির পর আড়ংয়ের বাসাবো আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কাওছার আহমেদ নামের এক ক্রেতা অভিযোগ করে বলেন, তিনি সম্প্রতি বাসাবোর আউটলেট থেকে ৮৩৬ টাকায় একটি পাঞ্জাবি কিনেছেন। সেই পাঞ্জাবি এখন ১ হাজার ২১১ টাকায় বিক্রি করছে আড়ং। প্রায় ৪০০ টাকা বাড়তি নিচ্ছে। এটা গ্রাহকের সঙ্গে প্রতারণা।

এ বিষয়ে ভোক্তা অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘২৪ জুন কাওছার আহমেদের অভিযোগের প্রেক্ষিতে ৮৩৬ টাকার ১টি পাঞ্জাবি সেট ১ হাজার ২১১ টাকায় বিক্রি করায় আড়ং বাসাবো আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এর আগে গত ৩ জুন পাঞ্জাবির মূল্য বেশি নেওয়ায় উত্তরা আড়ংকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া প্রতিষ্ঠানটিকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানাও করা হয়। কয়েকঘণ্টা পর অবশ্য বন্ধের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

গ্রাহকের অভিযোগ ছিল- গত ২৫ মে আড়ংয়ের উক্ত আউটলেটটি থেকে একটি পাঞ্জাবি ৭০০ টাকায় কিনেন। কিন্তু ৩১ মে সেই পাঞ্জাবি একই আউটলেটে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়।

Leave A Reply

Your email address will not be published.