সিলেটে যাত্রীসহ ট্রেন খালে, ৭ জনের প্রাণহানি

327

নিউজ ডেস্ক: সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর উপবন এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। রবিবার রাত পৌনে ১২টার দিকে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায় এবং একটি বগি উল্টে যায়।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দূরে কালা মিয়া বাজার সংলগ্ন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

এতে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে মৌলভীবাজারের পুলিশসুপার মো. শাহজালাল জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তিনি বলেন, চারটি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনের যাত্রী জৈন্তাপুর ইমরান আহমদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহেদ আহমদ জানান, কুলাউড়ার বরমচাল স্টেশন সংলগ্ন ব্রিজটিতে হঠাৎ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায়। একটি বগি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। লাইনচ্যুত বগির যাত্রী ছাড়াও মারাত্মক ঝাকুনিতে অসংখ্য যাত্রী আহত হয়েছেন বলে জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে বেইলি ব্রিজ স্থাপনের কাজ চলায় ঢাকা-সিলেট বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ট্রেনের ওপর চাপ এখন বেশি। অতিরিক্ত যাত্রীর কারণেই ট্রেনটির বগিগুলো লাইনচ্যুত হয় বলে রেলযাত্রীদের ধারণা।

সিলেট ও বরমচাল রেলওয়ে স্টেশনে যোগাযোগ করলে সংশ্লিষ্টদের কেউ ফোন ধরেননি। কুলাউড়ার স্টেশন মাস্টার মাযহারুল হক দুর্ঘটনার কথা নিশ্চিত করলেও বিস্তারিত বলতে পারেননি। তিনি জানান, কুলাউড়া থেকে অন্তত ১০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গেছে।

শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম এবং শমসের নগরের স্টেশন মাস্টার কবির হোসেন বলেন, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.