গোয়েন্দা ড্রোন ভূপাতিত, যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি

382

আর্ন্তজাতিক ডেস্ক: ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক। তারই জেরধৈরে হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমায় টহল দেওয়ার সময় ইরান একটি ‘গোয়েন্দা ড্রোন’ ভূপাতিত করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে, পারস্য ও ওমান উপসাগর উপকূলের হরমোজগান প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে বিবৃতি দিয়েছিল ইরানের সামরিক বাহিনীর অভিজাত ও প্রভাবশালী শাখা রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ স্বীকারোক্তি এলো।এ ব্যাপারে আইআরজিসির জনসংযোগ শাখার বিবৃতিতে বলা হয়েছিল, ইরানের আকাশসীমা লঙ্ঘন করে মূল ভূখণ্ডে অনুপ্রবেশের সময় ‘আমেরিকান গুপ্তচর ড্রোন’ ভূপাতিত করা হয়েছে। হরমোজগান প্রদেশের কুহ মুবারক এলাকা দিয়ে ওড়ার সময় ভূপাতিত ড্রোনটি ছিল আরকিউ-৪ গ্লোবাল হক মডেলের।

যদিও যুক্তরাষ্ট্রের দাবি, ড্রোনটি ইরানের আকাশসীমা লঙ্ঘন করেনি, এটি আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে ওড়ার সময় ভূপাতিত করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.