বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় সহযোগিতা করবে রাশিয়া

342

নিউজ ডেস্ক: ভূমি ব্যবস্থাপনা এবং ভূমি বিরোধ নিষ্পত্তি বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে রাশিয়া। খবর ইউএনবি’র।

মস্কোতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে রুশ অর্থনৈতিক উন্নয়ন উপমন্ত্রী এবং ফেডারেল সার্ভিস ফর স্টেট রেজিস্ট্রেশন, ক্যাডাস্ট্রে অ্যান্ড কার্টোগ্রাফির (রোজরিস্তার) প্রধান ভিক্টোরিয়া আব্রামচেঙ্কো এ আশ্বাস দেন।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার মস্কোতে রোজরিস্তার সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সাইফুজ্জামান রুশ উপমন্ত্রীকে জানান, বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা এখন সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে এবং খুব শিগগিরই তা সম্পূর্ণভাবে ডিজিটালাইজড হয়ে যাবে।

বৈঠকে জিও-পোর্টাল, ব্লকচেইন রেজিস্ট্রেশন প্রযুক্তি, কৃষি জমি সংরক্ষণ ও ব্যবস্থাপনা, ভূমি জরিপ, ভূমি সার্ভিস, ল্যান্ড জোনিং, বিজ্ঞানসম্মত ভূমি ব্যবহার, বিশেষজ্ঞ ও প্রযুক্তি বিনিময় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।

ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান আবদুল হান্নান, সদস্য আবু হেনা মোস্তফা কামাল, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সচিব মো. হাফিজুর রহমান চৌধুরী, রোজরিস্তার উপপ্রধান নাদেজদা সামোয়লোভা ও ম্যাক্সিম স্মার্নঅফসহ দুদেশের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.