‘ইরানের আকাশসীমায় ঢুকলেই ভূপাতিত হবে শত্রুর বিমান’

349

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আকাশ সীমা হচ্ছে ইরানের রেড লাইন। কেউ এই রেড লাইন অতিক্রম করলে এর কঠিন জবাব দেয়া হবে। ইরান এর আগেও একই কাজ করেছে বলে তিনি জানান।

তিনি রাশিয়ায় আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের অবকাশে সাংবাদিকদের এ কথা বলেন।আলী শামখানি বলেন, ইরানের হরমুজগান প্রদেশের আকাশে আমেরিকার গ্লোবাল হক মডেলের একটি গোয়েন্দা ড্রোন প্রবেশ করেছিল এবং আইআরজিসি ওই ড্রোনকে ভূপাতিত করেছে। 

তিনি বলেন, আমরা বারবারই বলছি আমরা আমাদের আকাশসীমা সর্বশক্তি দিয়ে রক্ষা করব এবং আমাদের পানিসীমাও একইভাবে নিরাপদ রাখব। 

তিনি আরও বলেন, আমরা বলেছি কাউকে ইরানের আকাশসীমা লঙ্ঘনের সুযোগ দেয়া হবে না। বিমান বা ড্রোন যে দেশেরই হোক না কেন তা ভূপাতিত করা হবে এবং শক্ত জবাব দেয়া হবে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ হরমুজগানের আকাশে অনুপ্রবেশকারী একটি মার্কিন গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

আইআরজিসি’র জনসংযোগ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী যেকোনো শত্রু বিমান বা ড্রোন গুলি করে নামানোর যে নির্দেশ রয়েছে তা বাস্তবায়ন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.