অপহৃত সোহেল তাজের ভাগিনা সৌরভকে ময়মনসিংহ থেকে উদ্ধার

302

নিউজ ডেস্ক: চট্টগ্রাম থেকে অপহরণের ১১দিন পর সাবেক স্বরাস্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগিনা সৈয়দ ইফতেখার আলম সৌরভকে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

আজ ভোর ৪টার দিকে ময়মনসিংহ থেকে সৌরভকে উদ্ধার করা হয়েছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ।

তিনি জানান, ভোরে ময়মনসিংহের তারাকান্দােতে সৌরভের খোঁজ মিলেছে। তাকে চট্টগ্রামে আসতে পাঁচলাইশ থানার একটি টিম ময়মনসিংহ যাচ্ছে।

সৌরভ এখন পুলিশ হেফাজতে নিরাপদে আছেন বলে জানিয়েছেন সৌরভের মামা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

বৃহস্পতিবার (২০ জুন) ভোরে ফেসবুক লাইভে এসে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘সকাল ৫টা ২৭ মিনিটে সৌরভের মা আমাকে (সোহেল তাজ) ফোন করেন। সৌরভের মা বলেন, তাকে ফোন করে বলা হয়, একটা ছেলেকে রাস্তার পাশে ফেলে রেখে যাওয়া হয়েছে। সে ছেলেটা একেবারে ছন্নছাড়া অবস্থায়।’সোহেল তাজ ফেসবুক লাইভে বলেন, ‘আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা কাউন্টার টেরোরিজমের উপকমিশনানের সঙ্গে আমরা যোগাযোগ করি। তিনি তাৎক্ষণিক সেই এলাকার এসপি সাহেবের সঙ্গে যোগাযোগ করেন। এসপি সাহেব নিজে গিয়ে সেই লোকেশন থেকে সৌরভকে পুলিশ কাস্টডিতে নেয়। সৌরভ এখন পুলিশ কাস্টডিতে সেফ আছে। ওকে এখন পুলিশি পাহারায় আমাদের কাছে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।’তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান জানান, তারাকান্দার উপজেলার মধুপুরের বটতলা বাজার এলাকার জামিল অটোরাইস মিলের সামনে দুর্বৃত্তরা সৌরভকে ফেলে রেখে গেছে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেছে। সৌরভ বর্তমানে সুস্থ আছেন। বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

৯ জুন চট্টগ্রাম মহানগরীর আফমি প্লাজার সামনে থেকে সৌরভকে একটি গাড়িতে করে ৪/৫ জন লোক অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করে তার পরিবার। ওই রাতে তার পিতা পাঁচলাইশ থানায় এ ব্যাপারে জিডি করেন।

গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সোহেল তাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রথম অহরণের বিষয়টি অভিযোগ করেন।

Leave A Reply

Your email address will not be published.