‘ইউরেনিয়াম মজুদের সীমা মানবে না ইরান’

344

আর্ন্তজাতিক ডেস্ক: ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই করা পরমাণু সমঝাতা অনুযায়ী ইউরেনিয়াম মজুদের সীমা মেনে চলবে না ইরান। আগামী ২৭ জুন থেকে ইরান এ সিদ্ধান্ত কার্যকর করবে।

ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি আজ (সোমবার) সংবাদিকদের কাছে এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “আজ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ বাড়ানোর বিষয়ে কাউন্টডাউন শুরু হলো এবং আগামী ১০ দিনের মধ্যে ৩০০ কেজির সীমা পার করবে ইরান।”কামালভান্দি জানান, পরমাণু সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারা অনুযায়ী ইরান এ কাজ করবে। ওই ধারায় বলা হয়েছে, সমঝোতার কোনো এক পক্ষ বের হয়ে গেলে অন্যপক্ষ এ ধারা মানতে বাধ্য থাকবে না।

এর আগে গত মে মাসে ইরান আবার ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করেছে। পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত।

পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার এক বছর পর ইরান এসব সিদ্ধান্ত নিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.