জাপার সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা

336

পটুয়াখালী প্রতিনিধি: সাবেক এমপি ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছেন এক নারী।

পটুয়াখালী নারী নির্যাতন দমন ট্রাইবুনালে মামলাটি দায়ের করে কুয়াকাটা নিবাসী নাজ‌রিন আক্তার স্বর্ণা। মামলা নং ২১৯/২০১৯। মামলায় ৮ জুন বাড়িতে হামলা ও ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। বিচারক নিতাই চন্দ্র মামলাটি গ্রহণ করলেও কোনো আদেশ দেননি।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদে এ বি এম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া তিনি কুয়াকাটায় হোটেল মোটেল ব্যবসা পরিচালনা করছেন।

Leave A Reply

Your email address will not be published.