খালেদা জিয়ার ৬ মাসের জামিন

243

ঢাকা: দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানহানির দুই মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ জুন) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ জামিন দেওয়া হয়।

গত ২৩ মে জামিন শুনানির কথা থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনে আদালত ঈদের পর ১৭ জুন শুনানির তারিখ ধার্য করেন। খালেদা জিয়ার বিরুদ্ধে করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মানহানির দুই মামলায় এখনো তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। খালেদা জিয়ার পক্ষে আরও ছিলেন মওদুদ আহমদ, মীর মো. নাছির উদ্দিন, কায়সার কামাল, এইচএম কামরুজ্জামান মামুন, মীর মো. হেলাল উদ্দিন, আনিসুর রহমান খান প্রমুখ।

অপরপক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান।

বেগম জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী আদালতকে বলেন, মামলা দুটিই জামিনযোগ্য। এছাড়া এ মামলাগুলো করেছেন এবি সিদ্দিকী নামে একজন, যিনি খালেদা জিয়া ও এসব ইস্যুতে অসৎ উদ্দেশ্যে মামলা করে থাকেন।

Leave A Reply

Your email address will not be published.