ব্যাংকিং খাতে তারল্য সংকট নেই : প্রধানমন্ত্রী
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সংসদে বলেছেন, ব্যাংকিং খাতে তারল্য সংকট নেই, ব্যাংকগুলোতে অবশ্যই অর্থ আছে। খবর ইউএনবি’র।
তিনি বলেন, ‘বলা হয়ে থাকে ব্যাংকে কোনো টাকা নেই। তাদের কাছে (ব্যাংকে) কেন টাকা থাকবে না? অবশ্যই সেখানে টাকা আছে, কিন্তু লুটেপুটে খাওয়ার মতো টাকা নেই।’
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রস্তাবিত বাজেট নিয়ো সমালোচনাকারীদের উদ্দেশে শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, ‘বাজেট যদি সঠিকই না হবে তাহলে মাত্র ১০ বছরের মধ্যে বাংলাদেশ এতো উন্নয়ন করলো কিভাবে?’
‘কেউ কেউ বলছেন বাজেট দিয়েছেন কিন্তু বাস্তবায়ন করতে পারিনি। আমরা বাজেট দিতে পারি, কিন্তু বাস্তবায়ন করতে পারি না। যদি তাই হতো তাহলে ৬১ হাজার কোটি টাকা থেকে আজ পাঁচ লাখ কোটি টাকার বাজেট দিলাম কিভাবে,’ যোগ করেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, উন্নয়ন ও জিডিপি বৃদ্ধির জন্য কিছু ক্ষেত্রে সরকারের উচ্চাকাঙ্ক্ষী রাজস্ব আদায় ও ব্যয় নির্ধারণ করা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, গত এক দশকে বাংলাদেশের অগ্রযাত্রা অসম্ভবকে সম্ভব করার গল্প। কোনো মানুষের যদি উচ্চাভিলাষ না থাকে, সে কিছু অর্জন করতে পারে না।
সম্পূরক বাজেট পসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বাস্তবতার কারণেই বাজেটের কিছুটা সংশোধন, পরিবর্তন ও পরিমার্জনের প্রয়োজন হয় এবং প্রতিবছরই আমরা এটা করে থাকি। ’
তিনি আরও বলেন, ২০১৮-১৯ অর্থবছরে ৭.৮ শতাংশ জিডিপি লক্ষ্যমাত্র রাখা হয়েছিল, কিন্তু সম্পূরক বাজেটে তা ৮ দশমিক ১৩ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে। অপরদিকে মূল্যস্ফিতি ৫ দশমিক ৬ শতাংশ অনুমান করা হলেও সংশোধিত মূল্যস্ফিতি ধার্য করা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ।