নিজেকে ‘নির্দোষ’ দাবি নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারীর

379

আর্ন্তজাতিক ডেস্ক: নিজেকে নির্দোষ দাবি করেছেন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে হামলাকারী ব্রেন্টন হ্যারিসন ট্যারেন্ট। 

তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ওই ঘাতক। খবর নিউজিল্যান্ড হেরাল্ডেরক্রাইস্টচার্চ কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাইকোর্টে হাজিরা দেন ট্যারেন্ট।

কুখ্যাত ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি অভিযোগসহ মোট ৯২টি অভিযোগ আনা হয়েছে।

নিউজিল্যান্ডে এই প্রথম কারো বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হলো।

গত ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজ চলার সময় চালানো হয়। ওই হামলায় নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশিও রয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.