ক্যামেরুনে হামলা, ২১ সেনাসহ নিহত ৩৭

338

আর্ন্তজাতিক ডেস্ক: ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি দ্বীপে বোকো হারাম জঙ্গি গোষ্ঠি হামলা চালিয়েছে। এতে ২১ সেনাসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। গোষ্ঠীটির প্রায় ৩০০ জঙ্গি এ হামলা চালায় বলে বুধবার জানিয়েছেন ক্যামেরুনের কর্মকর্তারা।

রাজধানী ইয়াওনডে থেকে প্রায় ১০০০ কিলোমিটার উত্তরে লেক শাদের কাছে দারাক দ্বীপে এ হামলার ঘটনা ঘটে।জঙ্গিরা রকেট লাঞ্চার দিয়ে আটটি সেনা শিবিরে হামলা চালায় বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে। এ সময় কয়েক ঘণ্টা স্থায়ী এক বন্দুকযুদ্ধে বোকো হারামের ৬৪ জঙ্গিও নিহত হয়েছেন বলে ক্যামেরুনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। 

এছাড়া ৪০ জনকে আটক করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনীর অপর এক সূত্র জানিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.