মার্কিন স্বরাস্ট্র সচিবের মুখে বিজেপির নির্বাচনী স্লোগান

314

আর্ন্তজাতিক ডেস্ক: সম্প্রতি সমাপ্ত ‌লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল ‘‌মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’। আর এবার সেই স্লোগানই শোনা গেল মার্কিন স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেওর মুখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় গতকাল বুধবার পম্পেও একথা বলেন। 

জুনের শেষের দিকেই ভারতে আসছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেও। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতেই তার এই সফর। বুধবার ‘ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল’র ‘ইন্ডিয়া আইডিয়া সামিট’-এ বক্তব্য রাখেন পম্পেও। ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের উপর জোর দিয়ে সেখানেই তিনি বলেন, ‘‌ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, মোদি থাকলে সবই সম্ভব। ওই কথার উপর ভিত্তি করেই আমি আশা করব দুই দেশ এক নতুন দিগন্ত দেখবে।’‌ 

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন নিয়ে পম্পেও বলেন, ‘‌নির্বাচনের ফলাফল দেখে অনেকেই অবাক হলেও, আমি হইনি। আমি ও আমার টিম ভারতের রাজনৈতিক গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখছিলাম। ফলে মোদিইযে ফের ক্ষমতায় আসবেন তা আমাদের জানা ছিল। চা বিক্রেতার ছেলে থেকে দেশের প্রধানমন্ত্রী হয়ে মোদি দেখিয়ে দিয়েছেন তিনি অন্য ধাতুতে গড়া। আজ তিনি বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের নেতা।’‌

Leave A Reply

Your email address will not be published.