৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট ঘোষণা শুরু

352

ঢাকা: ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেট অধিবেশন শুরু হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে দেশ পরিচালনার জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট ঘোষণা শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ৩টা ছয় মিনিটে জাতীয় সংসদে ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’ শিরোনামে দেশের ৪৮তম বাজেট ঘোষণা শুরু করেন তিনি। অর্থমন্ত্রী হিসেবে এটাই মুস্তফা কামালের প্রথম বাজেট। আর আওয়ামী লীগ সরকার টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটাই প্রথম বাজেট।

জনপ্রত্যাশার এই বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এর মধ্যে উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ১১ হাজার ৬৮৩ কোটি টাকা। আর পরিচালন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১০ হাজার ২৬২ কোটি টাকা।

যা মোট জিডিপির ৫ শতাংশ। টাকার অংকে বর্তমানে দেশের মোট জিডিপির পরিমাণ ২৮ লাখ ৮৫ হাজার ৮৭২ কোটি টাকা। যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট।

এ ব্যয় মেটাতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৯৭৩ কোটি টাকা। বৈদেশিক ঋণ সহায়তা ও এনবিআর-এনবিআর বহির্ভূত, সব মিলিয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮১ হাজার ৯৭৮ কোটি টাকার।

এবারও ১ লাখ ৪৫ হাজার কোটি টাকার ঘাটতি বাজেট ঘোষণা করছেন অর্থমন্ত্রী। ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ সহায়তা থেকে ঋণ ধরা হয়েছে ৬৩ হাজার ৮৪৮ কোটি টাকা। আর অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়ার প্রস্তাব করা হয়েছে ৭৭ হাজার ৭৪৫ কোটি টাকা।

উন্নয়ন ব্যয়ের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাবদ ব্যয় দেখানো হয়েছে ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা। এডিপি বহির্ভূত বিশেষ প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৩১৫ কোটি টাকা। বিশেষ প্রণোদনা বাবদ ব্যয় দেখানো হয়েছে ১ হাজার ৪৬০ কোটি টাকা। এছাড়াও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি রাখা হয়েছে ২ হাজার ১৮৪ কোটি টাকার।

বাজেটে ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে ঋণ নেবে ৪৭ হাজার ৩৬৪ কোটি টাকা, ব্যাংক বহির্ভূত খাত থেকে ঋণ নেওয়া হবে ৩০ হাজার কোটি টাকা, জাতীয় সঞ্চয়পত্র থেকে নেওয়া হবে ২৭ হাজার কোটি টাকা। এছাড়াও অনান্য খাত থেকে ঋণ নেওয়া হবে ৩ হাজার কোটি টাকা।

অন্যদিকে স্বল্পমেয়াদী ১৯ হাজার ২৭০ কোটি এবং দীর্ঘমেয়াদী ২৮ হাজার ৯৪ কোটি টাকার ঋণ নেওয়ার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

Leave A Reply

Your email address will not be published.