পালিয়ে গেলে ধরা কঠিন, তবে সরকার এ ব্যাপারে সিরিয়াস: কাদের

320

ঢাকা: ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি পলাতক মোয়াজ্জেম হোসেনকে খুঁজে বের করতে চেষ্টার কোনো ত্রুটি নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পালিয়ে গেলে ধরা তো কঠিন। সময় লাগে। তবে সরকার এ ব্যাপারে সিরিয়াস। কোনো শৈথিল্য দেখানো হবে না।’

তিনি আশ্বস্ত করে বলেন, ‘খুব শিগগিরই হয়ত শুনবেন ধরা পড়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

আজ সোমবার রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

প্রসঙ্গত, সোনাগাজীতে হত্যাকাণ্ডের শিকার মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় সেই সময়ের ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.