জ্বর নিয়েই সংবাদ সম্মেলন করলেন প্রধানমন্ত্রী

294

ঢাকা: জ্বর নিয়েই পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১২ দিনের সফর শেষে দেশে ফিরে তিনি তার সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী যখন লিখিত বক্তব্য পড়ছিলেন তাকে বেশ কয়েকবার নাক টানতেও দেখা গেছে।

আজ রবিবার বিকেলে পাঁচটার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন শুরু হয়। ঈদের সময় দেশে না থাকায় দেরিতে তিনি সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমি একটু আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি। আমার সবটা পড়ার দরকার নেই, আপনারা পড়ে নিয়েন। ওমরা করার পর থেকে গলায় ঠাণ্ডা লেগে গেছে। যেটা হয়, অনজাইটিস হয়ে গলা ব্যথা করে। ডাক্তার বলে, কথা বলো না। যেটা আমার জন্য সবচেয়ে বড় শাস্তি।

তিনি বলেন, আমি জাস্ট কিছু জিনিস পড়ে যাচ্ছি। বাকিটা আপনারা কষ্ট করে পড়ে নিলে আমি খুশি হবো। পঠিত বলে গণ্য করা হবে।

সংবাদ সম্মেলন শেষ করে উঠে যাওয়ার সময় প্রধানমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, আর পারছি না। জ্বর নিয়ে এসেছি।

Leave A Reply

Your email address will not be published.