জাপানের দ্বিধা কেটে গেছে : প্রধানমন্ত্রী

296

ঢাকা: হলি আর্টিজান ঘটনায় জাপানের যেসব নাগরিক নিহত হন জাপান সফরে গিয়ে সেসব ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর শেষে গণভবনে সংবাদ সম্মেলনে রবিবার (৯ জুন) বিকালে এ তথ্য জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, হলি আর্টিজান ঘটনায় বাংলাদেশ সম্পর্কে জাপানের যে দ্বিধার সৃষ্টি হয়েছিল তা এরইমধ্যে কেটে গেছে।দু’দেশের সম্পর্ক দিন দিন উন্নত হচ্ছে। আগামীতে এ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রশ্নোত্তর পর্বে জাপানের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে সব সময় আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জাতির পিতা ১৯৭৩ সালে জাপান সফরে গেলে তারা যমুনা নদীর ওপর ব্রিজ করার প্রস্তাবটা গ্রহণ করে। এছাড়া বাংলাদেশে তখন ভালোমানের হোটেল ছিল না, জাপান আমাদের সোনারগাঁও হোটেলটা করে দেয়। আর এটা ঠিক আমি ক্ষমতায় আসলে জাপান সফরে যাই। কারণ দেশটা খুবই সুন্দর, ছবির মতো। আর এবার তো দেশটিতে নতুন সম্রাট এসেছেন। সেজন্য আগ্রহভরেই এবার জাপান সফরে গিয়েছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের পরের দিন নিজের জাপান সফর করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দুটো সফর আলাদা। এ জন্য দুই রাষ্ট্রপ্রধানের সফর নিয়ে তুলনা করাটা সঠিক হবে না। আর বাংলাদেশের নীতি হচ্ছে সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়।

প্রধানমন্ত্রী বলেন, জাপান সফরে আমি আলোচনায় বলেছি আমাদের কমন শত্রু হচ্ছে দারিদ্র। এ জন্য দেশের আর্থ-সামাজিক উন্নতিতে, দারিদ্র হ্রাসকরণে আমাদের বেশি বেশি অর্থ ব্যয় করতে হবে। দারিদ্র দূর করাই আমাদের সামনে সবচেয়ে বড় লড়াই।

Leave A Reply

Your email address will not be published.