ফিলিস্তিনি প্রফেসরকে ইসরাইলের হাতে তুলে দিল যুক্তরাষ্ট্র

311

আর্ন্তজাতিক ডেস্ক: ফিলিস্তিনের এক প্রফেসরকে কারাগারে ১১ বছর আটক রাখার পর ইসরাইলের হাতে তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। আবদুল হালিম আল-আশকার নামে প্রফেসরকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের জন্য তহবিল সংগ্রহের অভিযোগে আটক করা হয়েছিল।

আবদুল হালিম আল-আশকার ২০০৫ সালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক ছিলেন। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের জন্য তহবিল সংগ্রহের অভিযোগে তাকে আটক করা হয়েছিল। পরে তাকে মার্কিন কারাগারে ১১ বছর বন্দি রাখা হয়।

আবদুল হালিম আল-আশকারকে ইসরাইলের হাতে তুলে দেয়ার নিন্দা জানিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেছেন, এ ঘটনা আন্তর্জাতিক রীতিনীতি ও আইনের পরিপন্থী।

ফিলিস্তিনের আন্তর্জাতিক সম্পর্ক পরিষদও আবদুল হালিম আল-আশকারকে হস্তান্তরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। পরিষদ বলেছে, তার ভাগ্যের যেকোনো খারাপ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণভাবে দায়ী থাকতে হবে।

এছাড়া যুক্তরাষ্ট্র যে ফিলিস্তিনের প্রতি শত্রুতা পোষণ করে ফিলিস্তিনের এ শিক্ষাবিদকে ইসরাইলের কাছে হস্তান্তরের মাধ্যমে তা আবারো পরিষ্কার হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.