বাথরুমে পড়ে গিয়ে আহত জাপা নেতা বাবলু, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো সিঙ্গাপুরে

517

নিউজ ডেস্ক: বাথরুমে পা পিছলে পড়ে আহত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ছোট ভাই ডাচ বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হাসান মাহমুদ চৌধুরী জানান, ঈদুল ফিতরের দিন চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের নামাজে অংশ নেওয়ার কথা ছিলো জিয়াউদ্দিন আহমেদ বাবলুর। এজন্য ভোরে গোসল করতে বাথরুমে ঢুকলে হঠাৎ তিনি পা পিছলে পড়ে যান। এতে কোমরে আঘাত পান তিনি।

তাকে প্রথমে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা জানান, উন্নত চিকিৎসার জন্য জিয়াউদ্দিন আহমদে বাবলুকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.