বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি, স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

407

নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে একজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান স্টার।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার পিয়ালী মারি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

শিবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মুকুল চন্দ্র বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে আতাউর রহমানকে আটক করা হয়। তিনি বেশকিছুদিন ধরে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও মৌখিকভাবে কটূক্তি করে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়রা তাকে নিষেধ করলেও, তিনি কারো কোনও কথা শুনেননি। পরে বৃহস্পতিবার রাতে একই কাজ করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।’

Leave A Reply

Your email address will not be published.