ঈদের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

268

আর্ন্তজাতিক ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা বিশ্বের মুসলমানদেরকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক বিবৃতিতে তিনি বলেন, পবিত্র রমজান মাস শেষে মুসলমানরা প্রার্থনা ও প্রতিফলনের মাধ্যমে ঈদ উদযাপন করে। এই পবিত্র দিনটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের মুসলমানদের একটি অন্যতম দিন। এটি ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাসকে শক্তিশালী করে এবং অন্যদের সাথে উপাসনা ও সহযোগিতা যোগানোর সুযোগ দেয়। বিবৃতিতে তিনি আরও বলেন, ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প মুসলিম বিশ্বের পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য আনন্দ ও শান্তি কামনা করেছেন। মুসলিম সম্প্রদায়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.