ভারতে ঈদের জামাতে গাড়ি তুলে দেয়ায় আহত ১৭

298

আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের পূর্ব দিল্লির খুরেজি এলাকায় ঈদের নামাজরত ব্যক্তিদের ওপর দ্রুতগতির একটি গাড়ি তুলে দেয়ার ঘটনায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। আজ বুধবার এই ঘটনার পর ওই এলাকায় তাৎক্ষণিকভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। 

কীভাবে এ হামলার ঘটনা ঘটলো সেটির তদন্ত শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে দেশটির ডেপুটি কমিশনার অব পুলিশ (শাহদারা) মেঘনা যাদব জানিয়েছেন, এখন পর্যন্ত ১৭ জন ব্যক্তিকে নিকটবর্তী একটি হাসপাতালে নেয়া হয়েছে। আমরা অভিযুক্ত ব্যক্তির ঠিকানা খুঁজে পেয়েছি। তাকে গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।সূত্র: ইন্ডিয়া টুডে।

Leave A Reply

Your email address will not be published.