নিউইয়র্কে সুরের মূর্চ্ছনা ৯ জুন

330

নিউইয়র্ক থেকে : বিশুদ্ধ উচ্চারণ এবং মৌলিকত্ব বজায় রেখে রবীন্দ্র, নজরুল, অতুল প্রসাদ আর রজনীকান্তের গানের আসর বসছে নিউইয়র্কে ৯ জুন রোববার। গানে গানে রজনী পাড়ি দেয়ার অভিপ্রায়ে এস্টোরিয়ায় পিএস ১১২ এর মিলনায়তনে শুদ্ধ এই সঙ্গীতে অংশ নেবেন দুই বাংলার অন্যতম জনপ্রিয় শিল্পী অলক রায় চৌধুরী এবং পার্থ বন্দোপাধ্যায়। প্রবেশ মূল্য লাগবে না এ অনুষ্ঠানে।

আয়োজকরা জানিয়েছেন, সঙ্গীত পিপাসুদের জন্যে এ এক অনন্য অবলম্বনে পরিণত হবে। বিশেষ করে যারা হারানো দিনের জনপ্রিয় গানগুলোকে শুদ্ধ উচ্চারনে শুনতে আগ্রহী-তাদের জন্যে এটি বড় একটি সুযোগ। প্রসঙ্গত: উল্লেখ্য যে, একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারিদের পাশে থাকা কলকাতার পার্থ বন্দোপাধ্যায় বহুবছর যাবত নিউইয়র্কে অবস্থান করছেন এবং অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদা নিয়ে মাঠে রয়েছেন। পাশাপাশি সঙ্গীত চর্চাও করেন।

Leave A Reply

Your email address will not be published.