আটলান্টিক সিটিতে পবিএ লাইলাতুল কদর পালিত

298

আটলান্টিক সিটি থেকে: পবিএ রমজান মাসের সাতাশতম রাত লাইলাতুল কদর হিসাবে পরিচিত।সূরা কদরে ঘোষনা করা হয়েছে-লাইলাতুল কদরের মর্যাদা হাজার মাসের চাইতে বেশি।পবিএ এ রাতেই মহাগ্রন্থ কোরআন নাজেল হয়েছিল।

লাইলাতুল কদর পালন উপলক্ষে আটলান্টিক সিটিতে বাংলাদেশী আমেরিকানদের দ্বারা পরিচালিত আলহেরা মসজিদে তারাবি নামাজের পর ওয়াজ মাহফিল, দোয়া মাহফিল , খতমুল কোরআন,কেয়ামুল লাইল ও বিশেষ মোনাজাত করা হয়। হাফেজ সোলায়মান ও হাফেজ ওমর সুললিত কন্ঠে খতমুল কোরআন শেষ করেন।

এরপর ফান্ড রাইজিং, সেহরি ও ফজরের নামাজ আদায়ের মাধ্যমে লাইলাতুল কদরের অনুষ্ঠানমালা শেষ হয়। ফান্ড রাইজিং অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহেরা মসজিদের ইমাম ড: রুহুল আমিন।

Leave A Reply

Your email address will not be published.